2 of 3

099.003

এবং মানুষ বলবে, এর কি হল ?
And man will say: ”What is the matter with it?”

وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا
Waqala al-insanu ma laha

YUSUFALI: And man cries (distressed): ‘What is the matter with her?’-
PICKTHAL: And man saith: What aileth her?
SHAKIR: And man says: What has befallen her?
KHALIFA: The human will wonder: “What is happening?”

৩। এবং মানুষ [দুর্দ্দশায় ] চীৎকার করে বলবে, ” ইহার [ পৃথিবীর ] কি হলো ? ” ৬২৩৭

৬২৩৭। সেদিনের ভয়াবহতা দর্শনে মানুষ হয়ে পড়বে হতভম্ব। উদ্বেগ, উৎকণ্ঠায় তার কণ্ঠরোধ হওয়ার অবস্থা হবে।