এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে,
And Al-Muttaqûn (the pious and righteous – see V.2:2) will be far removed from it (Hell).
وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى
Wasayujannabuha al-atqa
YUSUFALI: But those most devoted to Allah shall be removed far from it,-
PICKTHAL: Far removed from it will be the righteous
SHAKIR: And away from it shall be kept the one who guards most (against evil),
KHALIFA: Avoiding it will be the righteous.
১৭। কিন্তু তাদের তা থেকে বহু দূরে রাখা হবে, যারা আল্লাহ্র প্রতি একান্ত অনুগত, ৬১৭০
৬১৭০। ‘Atqa’ বা “আল্লাহ্র প্রতি একান্ত নিবেদিত” বা মুত্তাকী দ্বারা বুঝানো হয়েছে তাদের যারা কলুষমুক্ত পূত পবিত্র জীবন যাপন করেন। এদের জীবনের একমাত্র কাম্য আল্লাহ্র সন্তুষ্টি অর্জন এবং আল্লাহ্র প্রতি নিবেদিত থাকা।