2 of 3

083.018

কখনও না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইল্লিয়্যীনে।
Nay! Verily, the Record (writing of the deeds) of Al-Abrâr (the pious who fear Allâh and avoid evil), is (preserved) in ’Illiyyûn.

كَلَّا إِنَّ كِتَابَ الْأَبْرَارِ لَفِي عِلِّيِّينَ
Kalla inna kitaba al-abrari lafee AAilliyyeena

YUSUFALI: Day, verily the record of the Righteous is (preserved) in ‘Illiyin.
PICKTHAL: Nay, but the record of the righteous is in ‘Illiyin –
SHAKIR: Nay! Most surely the record of the righteous shall be in the Iliyin.
KHALIFA: Indeed, the book of the righteous will be in `Elleyyeen.

১৭। উপরন্তু তাদের বলা হয় ; ” এটাই সেই [ বাস্তব ] সত্য যা তোমরা মিথ্যা ভেবে প্রত্যাখান করতে।

১৮। না, অবশ্যই পূণ্যাত্মাদের আমলনামা ইল্লিনে [ সুরক্ষিত ] আছে ৬০১৯।

৬০১৯। ‘ইল্লিয়ীন’ যা ‘সিজ্জীনের ‘ বিপরীত। মুমিনদের নাম ও আমলনামা সম্বলিত রেজিস্ট্রার,অথবা তাঁদের আমলনামা যেখানে রক্ষিত হয় সে স্থান হচ্ছে ‘ইল্লিয়ীন’। সিজ্জীনের উল্লেখ আছে এই সূরার ৭নং আয়াতে এবং ব্যাখ্যা আছে ৬০১৩ নং টিকাতে।