এরপর বলা হবে, একেই তো তোমরা মিথ্যারোপ করতে।
Then, it will be said to them: ”This is what you used to deny!”
ثُمَّ يُقَالُ هَذَا الَّذِي كُنتُم بِهِ تُكَذِّبُونَ
Thumma yuqalu hatha allathee kuntum bihi tukaththiboona
YUSUFALI: Further, it will be said to them: “This is the (reality) which ye rejected as false!
PICKTHAL: And it will be said (unto them): This is that which ye used to deny.
SHAKIR: Then shall it be said: This is what you gave the lie to.
KHALIFA: They will be told, “This is what you used to deny.”
১৭। উপরন্তু তাদের বলা হয় ; ” এটাই সেই [ বাস্তব ] সত্য যা তোমরা মিথ্যা ভেবে প্রত্যাখান করতে।
১৮। না, অবশ্যই পূণ্যাত্মাদের আমলনামা ইল্লিনে [ সুরক্ষিত ] আছে ৬০১৯।
৬০১৯। ‘ইল্লিয়ীন’ যা ‘সিজ্জীনের ‘ বিপরীত। মুমিনদের নাম ও আমলনামা সম্বলিত রেজিস্ট্রার,অথবা তাঁদের আমলনামা যেখানে রক্ষিত হয় সে স্থান হচ্ছে ‘ইল্লিয়ীন’। সিজ্জীনের উল্লেখ আছে এই সূরার ৭নং আয়াতে এবং ব্যাখ্যা আছে ৬০১৩ নং টিকাতে।