এবং কাঁদি কাঁদি কলায়,
Among Talh (banana-trees) with fruits piled one above another,
وَطَلْحٍ مَّنضُودٍ
Watalhin mandoodin
YUSUFALI: Among Talh trees with flowers (or fruits) piled one above another,-
PICKTHAL: And clustered plantains,
SHAKIR: And banana-trees (with fruits), one above another.
KHALIFA: Fragrant fruits.
২৯। কাঁদি ভরা কদলী বৃক্ষ, ৫২৩৮
৫২৩৮। ‘Talh’ -অনেকেই একে কদলী বৃক্ষরূপে অনুদিত করেছেন। ‘কদলী ‘ গাছে ফল ধরে কাঁদি হিসেবে যেখানে ফলগুলি সারিবদ্ধভাবে একটির উপরে আর একটি সাজানো থাকে। কিন্তু আরবে কোনও কদলী বৃক্ষ জন্মে না। আবার আরবে কদলী বা কলার নাম হচ্ছে ‘Mauz’। সুতারাং এখানে অন্যভাবে চিন্তা যায় এক শ্রেণীর একাশিয়া বৃক্ষ হিসেবে যা ফুলে ফুলে সুশোভিত হয় এবং ফুলগুলি ঝালরের ন্যায় একের উপরে আর এক ন্যস্ত থাকে।