তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে।
He created man (Adam) from sounding clay like the clay of pottery.
خَلَقَ الْإِنسَانَ مِن صَلْصَالٍ كَالْفَخَّارِ
Khalaqa al-insana min salsalin kaalfakhkhari
YUSUFALI: He created man from sounding clay like unto pottery,
PICKTHAL: He created man of clay like the potter’s,
SHAKIR: He created man from dry clay like earthen vessels,
KHALIFA: He created the human from aged clay, like the potter’s clay.
১৪। তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মত ঠন্ঠনে শুষ্ক মাটি থেকে ৫১৮১ ;
৫১৮১। দেখুন [১৫ : ২৬ ] আয়াতের টিকা ১৯৬৫। মানুষ ও জ্বিনের সৃষ্টি তত্বকে তুলনা করা হয়েছে। মানুষকে সৃষ্টি করা হয়েছে পোড়া মাটির মত শুষ্ক মৃত্তিকা থেকে। জ্বিনকে সৃষ্টি করা হয়েছে নির্ধূম অগ্নি থেকে [ দেখুন নীচের টিকা ] অর্থাৎ যে আগুনের কোনও ধূঁয়া নাই। যদিও তাদের সৃষ্টি করা হয়েছে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির উপাদান থেকে, তবুও তাদের উভয়েরই আল্লাহ্র অনুগ্রহ লাভের ক্ষমতা ও সম্ভাবনা রয়েছে।