অতীতের সতর্ককারীদের মধ্যে সে-ও একজন সতর্ককারী।
This (Muhammad SAW) is a warner (Messenger) of the (series of) warners (Messengers) of old .
هَذَا نَذِيرٌ مِّنَ النُّذُرِ الْأُولَى
Hatha natheerun mina alnnuthuri al-oola
YUSUFALI: This is a Warner, of the (series of) Warners of old!
PICKTHAL: This is a warner of the warners of old.
SHAKIR: This is a warner of the warners of old.
KHALIFA: This is a warning like the older ones.
৫৬। প্রাচীন কালের [ ধারাবাহিক ] সর্তককারীদের ন্যায় [এই নবীও ] এক সর্তককারী মাত্র ৫১২৩।
৫৭। ক্রমাগত অগ্রসরমান [বিচার দিবস ] নিকটবর্তী হচ্ছে;
৫৮। আল্লাহ্ ব্যতীত কেহই তা ব্যক্ত করতে সক্ষম নয়,
৫১২৩। এই নবী অর্থাৎ মুহম্মদ (সা ) ছিলেন আল্লাহ্র রসুলদের ধারাবাহিকতায় শেষ নবী। বিশ্ব মানবদের আল্লাহ্র একত্ব এবং ন্যায় ও সত্য শিক্ষাদানের জন্য পৃথিবীতে তাঁর আগমন। আমরা কি তাঁর শিক্ষা গ্রহণ করবো না ? প্রতিটি দিন মহাকালের গর্ভে বিলিন হয় এবং সেই সাথে আমাদের শেষ পরিণতি বা শেষ বিচারের দিন প্রতিক্ষণে এগিয়ে আসে। আসন্ন কেয়ামতের সঠিক ক্ষণ একমাত্র আল্লাহ্র এখতিয়ারের জ্ঞান। যদিও কেয়ামত অবশ্যাম্ভবী, তবুও মানুষ তার সঠিক সময় জানে না, এ এক রহস্যে ঘেরা অতি বাস্তব। একমাত্র আল্লাহ্-ই তা সঠিক ভাবে জানেন।