2 of 3

053.008

অতঃপর নিকটবর্তী হল ও ঝুলে গেল।
Then he [Jibrael (Gabriel)] approached and came closer,

ثُمَّ دَنَا فَتَدَلَّى
Thumma dana fatadalla

YUSUFALI: Then he approached and came closer,
PICKTHAL: Then he drew nigh and came down
SHAKIR: Then he drew near, then he bowed
KHALIFA: He drew nearer by moving down.

০৮। অতঃপর সে অগ্রসর হলো এবং আরও নিকটবর্তী হলো

০৯। ফলে তাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রইল, অথবা তারও কম ৫০৮৯।

৫০৮৯। “দুই ধনুকের ” অর্থাৎ দুই ধনুকের পাল্লা [ ১০০-১৫০ গজ ] ব্যবধান ধরা হয়। অর্থাৎ সেই দূরত্ব যেখান থেকে পরিষ্কার দৃশ্যমান।