এবং আপনাকে দান করেন বলিষ্ঠ সাহায্য।
And that Allâh may help you with strong help.
وَيَنصُرَكَ اللَّهُ نَصْرًا عَزِيزًا
Wayansuraka Allahu nasran AAazeezan
YUSUFALI: And that Allah may help thee with powerful help.
PICKTHAL: And that Allah may help thee with strong help –
SHAKIR: And that Allah might help you with a mighty help.
KHALIFA: Additionally, GOD will support you with an unwavering support.
০৩। এবং আল্লাহ্ যেনো শক্তিশালী সাহায্য দ্বারা সাহায্য করতে পারেন ৪৮৬৮।
৪৮৬৮। আল্লাহ্র সন্তুষ্টির তিনটি বিষয়কে এখানে উল্লেখ করা হয়েছে :
১) “অতীত ও ভবিষ্যৎ ত্রুটি সমূহ মার্জনা করেন” -অর্থাৎ আল্লাহ্র করুণা, অনুগ্রহ ও ক্ষমা লাভ করা
২) আরবে রসুলের অবস্থানকে সম্মান ও দৃঢ় অবস্থানে প্রতিষ্ঠিত করার মাধ্যমে নবুয়তের সম্মান বৃদ্ধি করন। এভাবেই আল্লাহ্ নবীর প্রতি তাঁর “অনুগ্রহ পূর্ণ করেন।”
৩) নবীর জন্য ইসলাম প্রসারের পথ সরল ও সহজ করে দেন। পরবর্তীতে মক্কা তথা কাবা হচ্ছে ইসলামের প্রতীক স্বরূপ। আল্লাহ্র এই তিনটি অনুগ্রহকে সংক্ষিপ্ত আকারে এভাবে প্রকাশ করা হয়েছে : ” আল্লাহ্ তোমাকে শক্তিশালী সাহায্য দান করেন।