আমি এভাবেই সৎকর্ম পরায়নদেরকে পুরস্কৃত করে থাকি।
Thus indeed do we reward those who do right.
إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
Inna kathalika najzee almuhsineena
YUSUFALI: Thus indeed do we reward those who do right.
PICKTHAL: Lo! thus do We reward the good.
SHAKIR: Thus do We surely reward the doers of good.
KHALIFA: We thus reward the righteous.
৮০। এ ভাবেই আমি পূণ্যবানদের পুরষ্কৃত করে থাকি।
৮১। নিশ্চয়ই সে ছিলো মোমেন বান্দাদের অন্তর্গত।
৮২। অন্য সকলকে আমি বন্যাতে নিমজ্জিত করেছিলাম।
৮৩। যারা তাঁকে অনুসরণ করেছিলো , ইব্রাহীম ছিলো তাদের অন্তর্গত ৪০৮৫।
৪০৮৫। ” ইব্রাহীম ছিলো তাদের অন্তর্গত।” এখানে “তাঁকে” সর্বনাম দ্বারা হযরত নূহকে বোঝানো হয়েছে ; কারণ আয়াত ৮১ তে বলা হয়েছে ” সে ছিলো মুমিন বান্দাদিগের অন্যতম।” এই “সে ” সর্বনামটি হযরত নূহ্ এর পরিবর্তে ব্যবহৃত ।
হযরত ইব্রাহীমের কাহিনী বর্ণনা করা হয়েছে সূরা [ ২১ : ৫১-৭৩ ] আয়াতে। কিন্তু হযরত ইব্রাহীমের এবং তাঁর পুত্রের আল্লাহ্র ইচ্ছার কাছে সর্বান্তকরণে আত্মসমর্পনের অধ্যায়কে বর্ণনা করা হয়েছে এই আয়াতের মাধ্যমে। আয়াত নং [ ১০২ -১০৭ ] এ, বর্ণনা করা হয়েছে পিতার কর্ম সম্পাদনের আন্তরিকতা ও পুত্রের সর্বোচ্চ আত্মসমর্পনের চমৎকার কাহিনী যা ছিলো তাদের জন্য এক মহা পরীক্ষা। এই সূরার মূল বিষয়বস্তু-ই হচ্ছে ” আল্লাহ্র ইচ্ছার কাছে আত্মসমর্পন।