করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম।
“Peace!” – a word (of salutation) from a Lord Most Merciful!
سَلَامٌ قَوْلًا مِن رَّبٍّ رَّحِيمٍ
Salamun qawlan min rabbin raheemin
YUSUFALI: “Peace!” – a word (of salutation) from a Lord Most Merciful!
PICKTHAL: The word from a Merciful Lord (for them) is: Peace!
SHAKIR: Peace: a word from a Merciful Lord.
KHALIFA: Greetings of peace from a Most Merciful Lord.
৫৮। “শান্তি !” – পরম দয়ালু প্রভুর নিকট থেকে সম্ভাষণ ৪০০৪।
৪০০৪। বেহেশতি শান্তির সর্বোচ্চ অবস্থা এই আয়াতে বর্ণনা করা হয়েছে। দেখুন আয়াত [ ১০ : ১০]। আল্লাহ্ স্বয়ং মোমেন বান্দাদের ‘সালাম’ জানাবেন। ‘সালাম’ অর্থ শান্তি -তিনি অবারিত হস্তে পূণ্যাত্মাদের উপরে শান্তির বারি বর্ষণ করবেন। সেই চিরমুক্তি , চিরশান্তির দেশে মানবাত্মা অসীম শান্তির রাজ্যে ডুবে যাবে। আল্লাহ্ শুধু আমাদের প্রভু ও পালনকর্তাই নন , তাঁর সর্বোচ্চ মহিমা হচ্ছে, করুণা, দয়া, শান্তি ও সমন্বিত শৃঙ্খলা। ‘সালাম’ শব্দটি বান্দার জন্য এ সব কিছুই বহন কর আনে।