1 of 3

028.069

তাদের অন্তর যা গোপন করে এবং যা প্রকাশ করে, আপনার পালনকর্তা তা জানেন।
And your Lord knows what their breasts conceal, and what they reveal.

وَرَبُّكَ يَعْلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمْ وَمَا يُعْلِنُونَ
Warabbuka yaAAlamu ma tukinnu sudooruhum wama yuAAlinoona

YUSUFALI: And thy Lord knows all that their hearts conceal and all that they reveal.
PICKTHAL: And thy Lord knoweth what their breasts conceal, and what they publish.
SHAKIR: And your Lord knows what their breasts conceal and what they manifest.
KHALIFA: Your Lord knows the innermost thoughts hidden in their chests, as well as everything they declare.

৬৯। এবং তাদের অন্তর যা গোপন করে এবং যা প্রকাশ করে ,তোমার প্রভু তা সব জানেন ৩৩৯৮।

৩৩৯৮। মানুষ পৃথিবীর স্বল্প কালীন জীবনে বহু পরিকল্পনা করে যার অনেক কিছুই সে গোপন রাখে, অনেক ইচ্ছাই অপূরণীয় থেকে যায়। কিন্তু সর্বশক্তিমান আল্লাহ্‌র নিকট সকলের অন্তরের খবর দিবালোকের ন্যায় স্পষ্ট। আল্লাহ্‌র ইচ্ছাই সর্বশ্রেষ্ঠ এবং তা বাধা দেয়ার ক্ষমতা কারও নাই।