1 of 3

027.062

বল তো কে নিঃসহায়ের ডাকে সাড়া দেন যখন সে ডাকে এবং কষ্ট দূরীভূত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে পুর্ববর্তীদের স্থলাভিষিক্ত করেন। সুতরাং আল্লাহর সাথে অন্য কোন উপাস্য আছে কি? তোমরা অতি সামান্যই ধ্যান কর।
Is not He (better than your gods) Who responds to the distressed one, when he calls Him, and Who removes the evil, and makes you inheritors of the earth, generations after generations. Is there any ilâh (god) with Allâh? Little is that you remember!

أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاء الْأَرْضِ أَإِلَهٌ مَّعَ اللَّهِ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ
Amman yujeebu almudtarra itha daAAahu wayakshifu alssoo-a wayajAAalukum khulafaa al-ardi a-ilahun maAAa Allahi qaleelan ma tathakkaroona

YUSUFALI: Or, Who listens to the (soul) distressed when it calls on Him, and Who relieves its suffering, and makes you (mankind) inheritors of the earth? (Can there be another) god besides Allah? Little it is that ye heed!
PICKTHAL: Is not He (best) Who answereth the wronged one when he crieth unto Him and removeth the evil, and hath made you viceroys of the earth? Is there any Allah beside Allah? Little do they reflect!
SHAKIR: Or, Who answers the distressed one when he calls upon Him and removes the evil, and He will make you successors in the earth. Is there a god with Allah? Little is it that you mind!
KHALIFA: Who is the One who rescues those who become desperate and call upon Him, relieves adversity, and makes you inheritors of the earth? Is it another god with GOD? Rarely do you take heed.

৬২। অথবা বিপর্যস্ত [ আত্মা ] যখন তাঁকে ডাকে কে তাতে সাড়া দেয় অথবা কে কষ্টকে উপশম করেন ৩২৯৭ এবং [ হে মানুষ ] তোমাদের পৃথিবীর উত্তরাধীকার করেন ? ৩২৯৮। আল্লাহ্‌ ব্যতীত অন্য উপাস্য থাকতে পারে কি ? তোমরা [ উপদেশ ] সামান্যই গ্রহণ করে থাক।

৩২৯৭। এই আয়াতে আল্লাহ্‌ বলেছেন যে, বাইরের এই বিশাল বিশ্বভূবনে যেমন তাঁর নিদর্শন ও অনুগ্রহ ছড়ানো আছে, মানুষ যদি তাঁর অন্তরের মাঝে , তাঁর বিবেকের কাছে খুঁজে দেখে তবে সে আল্লাহ্‌র অসীম অপার করুণা সিন্ধুর সন্ধান পাবে। মানুষ যখন বিপদ বিপর্যয়ের মাঝে, দুঃখে-কষ্টে , দুঃশ্চিন্তা-দুর্ভাবনায় আল্লাহ্‌র সাহায্য প্রার্থনা করে , আল্লাহ্‌র সাহায্য তখন তার অতি নিকটেই থাকে। আল্লাহ্‌ মনুষ্যজাতিকে পৃথিবীতে সকল সৃষ্ট জগতের উপরে শ্রেষ্টত্ব দান করেছেন মানসিক ও আত্মিক দিক থেকে। মানুষকে করা হয়েছে আল্লাহ্‌র প্রতিনিধি স্বরূপ। এর পরেও মানুষ কি ভাবে আল্লাহ্‌কে ভুলে যায় এবং মিথ্যা উপাস্যের উপাসনা করে ?

৩২৯৮। দেখুন আয়াত [ ৬ : ১৬৫ ] এবং টিকা ৯৮০।