আল্লাহর কসম, আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম।
“‘By Allah, we were truly in an error manifest,
تَاللَّهِ إِن كُنَّا لَفِي ضَلَالٍ مُّبِينٍ
TaAllahi in kunna lafee dalalin mubeenin
YUSUFALI: “‘By Allah, we were truly in an error manifest,
PICKTHAL: By Allah, of a truth we were in error manifest
SHAKIR: By Allah! we were certainly in manifest error,
KHALIFA: “By GOD, we were far astray.
৯৫। এবং ইবলীসের বাহিনীর সকলকেও।
৯৬। সেখানে তারা পরস্পর কলহে লিপ্ত হয়ে বলবে,
৯৭। ” আল্লার্হ শপথ, আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে ছিলাম , ৩১৮৩
৩১৮৩। যারা পাপী ও আল্লাহ্ ব্যতীত অন্য কিছুকে উপাস্যরূপে গ্রহণ করেছিলো। তাদের সকলের সম্মুখে তাদের ভুল বা বিভ্রান্তি সুস্পষ্টরূপে প্রতিভাত হবে। তাদের আক্ষেপকেই এই আয়াতের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তারা আক্ষেপ করে বলবে যে, ” আমরা তো পৃথিবীতে স্পষ্ট বিভ্রান্তিতে ছিলাম। আমাদের এই বিভ্রান্তি পূর্বেই উপলব্ধি করা উচিত ছিলো, কারণ আল্লাহ্র একত্বের নিদর্শন পৃথিবীব্যপী ছড়ানো ছিলো, তার করুণাধারা, অমিয় ধারা বিশ্বচরাচরকে পরিব্যপ্ত করে রেখেছিলো , কিন্তু আমরা তা অনুধাবনে ব্যর্থ হই। হাশরের ময়দানে তাদের এই উপলব্ধি ঘটবে কারণ তাদের জ্ঞান চক্ষু উন্মীলিত হবে।