1 of 3

026.091

এবং বিপথগামীদের সামনে উম্মোচিত করা হবে জাহান্নাম।
“And to those straying in Evil, the Fire will be placed in full view;

وَبُرِّزَتِ الْجَحِيمُ لِلْغَاوِينَ
Waburrizati aljaheemu lilghaweena

YUSUFALI: “And to those straying in Evil, the Fire will be placed in full view;
PICKTHAL: And hell will appear plainly to the erring.
SHAKIR: And the hell shall be made manifest to the erring ones,
KHALIFA: Hell will be set up for the strayers.

৯১। এবং যারা পাপের পথে গমন করে, [ দোযখের ] আগুন তাদের দৃষ্টিতে পূর্ণরূপে উদ্ভাসিত করা হবে।

৯২। এবং তাদের বলা হবে , ” তারা এখন কোথায় ; তোমরা যাদের পূঁজা করতে, –

৯৩। ” আল্লাহ্‌র পরিবর্তে ? তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা আত্মরক্ষা করতে সক্ষম ? ”

৯৪। অতঃপর তাদের এবং যারা পাপের পথে পরিভ্রমণ করে [সকলকে ] জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে অধোমুখী করে ৩১৮২;-

৩১৮২। পাপী এবং যারা মিথ্যা উপাস্যের উপাসনা করে, তাদের এবং তাদের উপাস্য , এবং সকল পাপের উৎস শয়তান ও তার পরিষদবর্গকে দোযখে নিক্ষেপ করা হবে।