জান্নাত আল্লাহভীরুদের নিকটবর্তী করা হবে।
“To the righteous, the Garden will be brought near,
وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ
Waozlifati aljannatu lilmuttaqeena
YUSUFALI: “To the righteous, the Garden will be brought near,
PICKTHAL: And the Garden will be brought nigh for those who ward off (evil).
SHAKIR: And the garden shall be brought near for those who guard (against evil),
KHALIFA: Paradise will be presented to the righteous.
৮৯। ” শুধুমাত্র সে-ই হবে [ সফলকাম ] যে আল্লাহ্র নিকট নির্দোষ [ পবিত্র ] আত্মা নিয়ে উপস্থিত হবে।”
৯০। পূণ্যাত্মাদের জন্য বেহেশতকে নিকটবর্তী করা হবে , ৩১৮১
৩১৮১। যারা পৃথিবীতে পাপকে পরিহার করে পবিত্র জীবন যাপন করেছেন , শেষ বিচারের দিনে তাদের সম্মুখে বেহেশত ভাস্বর হবে, বেহেশতের শান্তি তারা অনুভব করবে আত্মার মাঝে। অপরপক্ষে , পাপীরা তাদের সম্মুখে দোযখের আগুন প্রত্যক্ষ করবে। এই পৃথিবীতেই দেখা যায় যে, পূণ্যাত্মা ও পাপীদের মানসিক অবস্থা উপরের বর্ণনার ন্যায়। এই পৃথিবীতেই পূণ্যাত্মারা তাদের আল্লাহ্র নূরে আলোকিত আত্মার মাঝে বেহেশতি শান্তির পরশ অনুভব করেন। অপরপক্ষে পাপীদের আল্লাহ্র নূর বঞ্চিত অন্ধকারচ্ছন্ন আত্মায় বিরাজ করে অস্থিরতা ,যন্ত্রণা , হতাশা , যা দোযখের আগুনের সমতুল্য।