1 of 3

026.069

আর তাদেরকে ইব্রাহীমের বৃত্তান্ত শুনিয়ে দিন।
And verily thy Lord is He, the Exalted in Might, Most Merciful.

وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ إِبْرَاهِيمَ
Waotlu AAalayhim nabaa ibraheema

YUSUFALI: And rehearse to them (something of) Abraham’s story.
PICKTHAL: Recite unto them the story of Abraham:
SHAKIR: And recite to them the story of Ibrahim.
KHALIFA: Narrate to them Abraham’s history.

৬৯। তোমার প্রভু নিশ্চয়ই শক্তিতে পরাক্রমশালী , পরম করুণাময় ৩১৭৪।

৩১৭৪। ফেরাউনের কাহিনীর মাধ্যমে এই সত্যকে তুলে ধরা হয়েছে যে, নির্যাতনকারী ও অন্যায়কারীর ক্ষমতা অত্যন্ত সীমিত। তাদের ষড়যন্ত্র বা প্রতিরোধ বা নির্যাতন কোনও কিছুই আল্লাহ্‌র পরিকল্পনাকে ধ্বংস করতে পারবে না। বরং ভালোকে, সত্যকে আল্লাহ্‌র ইচ্ছাকে বাধাদানের ফলে মন্দ তার নিজের ধ্বংস ডেকে আনে।