1 of 3

026.064

আমি সেথায় অপর দলকে পৌঁছিয়ে দিলাম।
Then We told Moses by inspiration: “Strike the sea with thy rod.” So it divided, and each separate part became like the huge, firm mass of a mountain.

وَأَزْلَفْنَا ثَمَّ الْآخَرِينَ
Waazlafna thamma al-akhareena

YUSUFALI: And We made the other party approach thither.
PICKTHAL: Then brought We near the others to that place.
SHAKIR: And We brought near, there, the others.
KHALIFA: We then delivered them all.

৬৪। অতঃপর ওহীর মাধ্যমে আমি মুসাকে বললাম , ” তোমার লাঠি দ্বারা সাগরকে আঘাত কর।” ফলে তা বিভক্ত হয়ে প্রত্যেক ভাগ বিশাল পর্বত সদৃশ হয়ে গেল।

৬৫। এবং আমি অন্য দলকেও সেখানে পৌঁছিয়ে দিলাম ৩১৭২।

৩১৭২। অপর দল অর্থাৎ ফেরাউনের দল। এখানে দুধরনের মোজেজা লক্ষ্য করা যায়। ১) মুসা ও তাঁর সম্প্রদায় নিরাপদে সমুদ্র অতিক্রম করেন; এবং ২) ফেরাউন ও তার অনুসদবর্গ সমুদ্রে ডুবে মারা যায়।