তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী। তারা শরীক করে, তিনি তা থেকে উর্ধ্বে।
All-Knower of the unseen and the seen! Exalted be He over all that they associate as partners to Him!
عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ
AAalimi alghaybi waalshshahadati fataAAala AAamma yushrikoona
YUSUFALI: He knows what is hidden and what is open: too high is He for the partners they attribute to Him!
PICKTHAL: Knower of the Invisible and the Visible! and Exalted be He over all that they ascribe as partners (unto Him)!
SHAKIR: The Knower of the unseen and the seen, so may He be exalted above what they associate (with Him).
KHALIFA: The Knower of all secrets and declarations; be He exalted, far above having a partner.
৯২। তিনি জানেন যা কিছু গুপ্ত এবং যা কিছু প্রকাশ্য। ওরা তাঁর প্রতি যে অংশীদারিত্ব আরোপ করে তিনি তা থেকে বহু উর্দ্ধে ২৯৩২।
২৯৩২। আল্লাহ্র সন্তান বা পরিবার বা অংশীদার ইত্যাদি আল্লাহ্ সম্পর্কে কল্পনা করা, আল্লাহ্র মহিমাকে খর্ব করার সামিল। এসব অসত্য থেকে আল্লাহ্র অবস্থান বহু উর্দ্ধে। তিনি এক ও অদ্বিতীয়। পৃথিবীর কোনও কিছুই তাঁর সাথে তুলনীয় নয়।