সুন্দররূপে মথুরাপুরা নির্ম্মাণ
দেশ বসাইতে বীর পাত্রে সম্বিধান।
করিল মথুরাপুরী অদ্ভুত নির্ম্মাণ।।
বাড়ী ঘর নির্ম্মাইল আর সরোবর।
মৎস্য আদি নির্ম্মাইল নানা জলচর।।
বন উপবন ভাঙ্গি করিল বসতি।
বসাইল প্রজা সে মনুষ্য নানা জাতি।।
বৃক্ষোপরি পক্ষী সব করে মধু-ধ্বনি।
মুনি-মন হরে হেরে ময়ুর নাচনি।।
রাজবাটী নির্ম্মাইল দেখিতে সুন্দর।
শত্রুঘন রহিলেন তাহার ভিতর।।
নগরের মধ্যে যত সাধুলোক বৈসে।
অন্য দেশ হৈতে লোক মথুরায় আসে।।
পদ্মকোটি ঘর কৈল সুবর্ণ গঠন।
ক্ষত্র বৈশ্য শূদ্র আদি বসিল ব্রাহ্মণ।।
দ্বাদশ বৎসর থাকি মথুরা-নগরে।
প্রজার পালন করে হরিষ অন্তরে।।
মথুরা-নগরী সব করিয়া শাসন।
অযোধ্যায় চলিলেন রাম সম্ভাষণ।।
কটক সহিত গেল বাল্মীকির দেশ।
সৈন্যসহ তপোবনে করিলা প্রবেশ।।
শত্রুঘ্নে দেখিয়া মুনি হরষিত মন।
শত্রুঘন কৈল তাঁর চরণ বন্দন।।
মুনি বলে, মহাবীর তুমি শত্রুঘন।
লবণে মারিয়া রক্ষা কৈলা ত্রিভুবন।।
অনেক কষ্টেতে রাম বধিল রাবণে।
লবণে মারিলে তুমি এক দিনের রণে।।
মনুষ্য খাইয়া বেটা দেশ কৈল বণ।
লবণে মারিয়া কৈলে নগর পত্তন।।
আলিঙ্গন দিলা মুনি পরম আদরে।
রাখিলা সকল সৈন্যে অতিথি ব্যাভারে।।
সুগন্ধি কোমল অন্ন পায়স পিষ্টক।
নানা উপহারে ভুঞ্জে সকল কটক।।
সোণার পালঙ্কে বীর করিলা শয়ন।
মুনির বাটীতে শুনে গীত রামায়ণ।।