২১৭তম অধ্যায়
অঙ্গিরার পুত্ৰাদির নামপরিচয়
মার্কণ্ডেয় কহিলেন, “হে নৃপবর! ব্ৰহ্মার তৃতীয় পুত্র অঙ্গিরার ভাৰ্য্যার নাম শুভা। শুভার গর্ভে অঙ্গিরার যে কয়েকটি সন্তান হইয়াছে, কহিতেছি, শ্রবণ করা। বৃহৎকীর্ত্তি, বৃহজ্যোতি, বৃহদ্ৰব্ৰহ্মা, বৃহন্মনা, বৃহন্মন্ত্র, বৃহদ্ভাস, বৃহস্পতি। অঙ্গিরার প্রথম কন্যা দেবী ভানুমতী। উনি উক্ত সন্তানগণ অপেক্ষা সাতিশয় রূপবতী। দ্বিতীয়া কন্যার নাম রাগা; ইনি সর্ব্বভূতের অনুরাগাস্পদ ছিলেন বলিয়া ঐ নাম প্রাপ্ত হইয়াছিলেন। যিনি রুদ্রের সূতা বলিয়া বিখ্যাত, যিনি সাতিশয় তনুত্বপ্রযুক্ত লোকে দৃশ্যাদৃশ্য হইয়াছেন, সেই সিনিবালী অঙ্গিরার তৃতীয়া কন্যা। চতুর্থী কন্যা অৰ্চিষ্মতা, উহাকে পূর্ণিমা বলে। পঞ্চম কন্যা হবিষ্মতী, উহাকে চতুর্থ কহে। ষষ্ঠ দুহিতা মহিষ্মতী, উহাকেই চতুর্দ্দশীযুক্তা পূর্ণমাসী বলিয়া থাকে। যিনি দীপ্ত যজ্ঞ-সমুদয়ে মহামতি বলিয়া বিখ্যাত, যাঁহাকে দেখিয়া লোক বিস্মিত হয়, সেই কুহু অঙ্গিরার সপ্তম কন্যা।”