২০৩. ভীষ্মের মন্ত্রণা
ত্র্যধিকদ্বিশততম অধ্যায়।
ভীষ্ম কহিলেন,—পাণ্ডবগণের সহিত সংগ্রাম করা আমার অত্যন্ত অনভিমত। আমার নিকট ধৃতরাষ্ট্র ও পাণ্ডু উভয়ই তুল্য। গান্ধারীতনয়দিগের সহিত আমার যেরূপ সম্বন্ধ, কুন্তীপুত্রদিগের সহিত তাহার কিছুমাত্র ন্যূন নহে। হে ধৃতরাষ্ট্র! তাহারা অমার, তোমার, দুর্যোধনের ও অন্যান্য কৌরবগণের রক্ষণীয়, সুতরাং তাহাদিগের সহিত যুদ্ধ করা সৰ্বতোভাবে অবিধেয়। বরং অর্ধ রাজ্য প্রদানপূর্বক সন্ধিস্থাপন করা উচিত, কারণ ইহা তাহাদিগেরও পৈতৃ রাজ্য। বৎস দুৰ্য্যোধন! তুমি যেমন মনে করিতেছ, ইহা আমার পৈতৃক রাজ্য, পাণ্ডবেরাও সেইরূপ বিবেচনা করিয়া থাকে। যদি সেই মহাষশাঃ পাণ্ডবেরা রাজ্য প্রাপ্ত না হয়েন, তবে তুমি কোন্ শাস্ত্রানুসারে রাজ্য লাভ করিবে? এবং তোমাদের পর ভরতবংশে যে সকল রাজকুমারের জন্ম গ্রহণ করিবে, তাহারাই বা কিরূপে প্রাপ্ত হইবে? অথবা যেমন তুমি ধর্মতঃ রাজ্যলাভ করিয়াছ, তাহারাও ইতিপূর্বে রাজ্যাধিকার প্রাপ্ত হইয়াছিল, অতএব বিবাদে প্রয়োজন নাই, সৌহার্দ পূর্বক তাহাদিগকে রাজ্যার্দ্ধ প্রদান করিলেই উভয়পক্ষের মঙ্গল, ইহার অন্যথাচরণ করিলে আমাদিগের অত্যন্ত অহিত কর্ম করা হইবে এবং তোমারও অতিমাত্র অকীতি ঘোষণা হইবে। অতএব হে তাত! কীর্তিরক্ষণে যত্নবান হও, কীর্তিই মানবজাতির অসাধারণ বল। কীর্তিবিহীন মনুষ্যের জীবন ধারণ করা কেবল বিড়ম্বনামাত্র। যদবধি কীর্তি অক্ষুন্ন থাকে; তাবৎ মনুষ্য সার্থকজন্মা। একবার কীর্তি লোপ হইলে, লোক জন্মের মত উৎসম হইয়া যায়। অতএব হে মহাবাহে! তোমার ও ত্বদীয় পূর্বপুরুষগণের অনুরূপ কীর্তি-রক্ষারূপ কুলোচিত ধর্মের অনুষ্ঠান কর। পৃথা ও তৎপুত্রেরা ভাগ্যবলে জীবিত রহিয়াছেন, পাপাত্মা পুরোচনের দুষ্টাভিসন্ধি সিদ্ধ না হইতেই সে পঞ্চত্ব প্রাপ্ত হইল। যদবধি পাণ্ডবদিগের দাহবৃত্তান্ত প্রচারিত হইয়াছে, তৎকাল পর্যন্ত আমি লোকের নিকট মুখ দেখাইতে পারি না। কুন্তীর তাদৃশ দুরবস্থা শ্রবণে সকলে তোমাতেই দোষারোপ করিয়া থাকে, পুরোচনকে অণুমাত্র দোষী বিবেচনা করে না। অতএব এক্ষণে, পাণ্ডবদিগের জীবিকা নির্ধারণ ও তাহাদিগের আনয়ন তোমার দোষক্ষালনের একমাত্র উপায় আছে। হে কুরুনন্দন! পাণ্ডবেরা জীবিত থাকিতে স্বয়ং ইন্দ্রও তাহদিগের পৈতৃক অংশ গ্রহণ করিতে পারিবেন না। রাজ্যে উভয়েরই তুল্যাধিকার আছে বটে, কিন্তু বিশেষ এই যে, তাহারা সকলেই একমতাবলম্বী, ধর্মনিরত ও অধর্মপরাজুখ। অতএব যদি ধর্ম রক্ষা করা কর্তব্য হয়, আমার প্রিয়কাৰ্য্য অনুষ্ঠান করা উচিত বোধ হয় এবং আত্মকুশলের অভিলাষ থাকে, তবে পাণ্ডবদিগকে অর্ধ রাজ্য প্রদান করা সর্বতোভাবে বিধেয়।