যোগসিদ্ধ মহাতেজা, জনক নামেতে রাজা,
আমি সীতা তাঁহার নন্দিনী,
দশরথ-সুত রাম, নব-দূর্ব্বাদল-শ্যাম,
বিবাহ করেন পণে জিনি।।
শুভ বিবাহের পর, গেলাম শ্বশুর-ঘর,
কত মত করিলাম সুখ।
শ্বশুরের স্নেহ যত, শাশুড়ীগণের তত,
নিত্য বাড়ে পরম কৌতুক।।
হরষিত যত প্রজা, আনন্দিত মহারাজা,
আদেশিলা দিতে ছত্রদণ্ড।
কুব্জী দিল কুমন্ত্রণা, কৈকেয়ী করিল মানা,
বিলম্ব না করিল এক দণ্ড।।
আমি কন্যা পৃথিবীর, স্বামী মম রঘুবীর,
মোরে বন্দী কৈল নিশাচর।
সুন্দরাকাণ্ডের গীত, কৃত্তিবাস সুললিত,
বিরচিল অতি মনোহর।।