রাবণের মুণ্ড কোলে কান্দে মন্দোদরী।
দশ হাজার সতিনীতে প্রবোধিতে নারি।।
না কান্দ না কান্দ রাণী মন কর স্থির।
তোমার ক্রন্দনে সবার বুক হয় চির।।
মন্দোদরী বলে রাজায় মারিল যে জনে।
সেইজনে একবার দেখিব নয়নে।।
মনুষ্য নহেন রাম দেব নারায়ণ।
অবশ্য দেখিব আমি তাঁহার চরণ।।
বস্ত্র না সম্বরে রাণী আ-উদর চুলী।
শ্রীরামে দেখিতে যায় হয়ে উতরোলী।।
কটক বেষ্টিত বসে আছেন শ্রীরাম।
হেনকালে মন্দোদরী করিল প্রণাম।।
সীতাজ্ঞানে ভাবি রাম রাণী মন্দোদরী।
জন্মায়তী হও বলি আশীর্ব্বাদ করি।।
রামের চরণে রাণী বলে ততক্ষণ।
হেন বর দিলে কেন কমল-লোচন।।
চন্দ্র সূর্য্য সমুদয় পৃথিবী যদি ছাড়ে।
তবু রঘুনাথ তব বাক্য নাহি নড়ে।।
শ্রীরামেরে মন্দোদরী পরিচয় দিল।
কৃত্তিবাস পণ্ডিত কবিত্বে বিরচিল।।