নবমীতে রঘুপতি, পূজিবারে ভগবতী,
উদ্যোগ করিল ফল মূল।
যথা বেদবিধি মত, আনিলা সামগ্রী যত,
কপিগণ যোগাইছে ফুল।।
অশোক কাঞ্চন জবা, মল্লিকা মালতী ধরা,
পলাশ পাটলি ও বকুল।
গন্ধরাজ আদি যত, বনপুষ্প নানামত,
স্থলপদ্ম কদম্ব পারুল।।
রক্তোৎপল শতদল, কুমুদ কহ্লার নল,
আমলকীপত্র পারিজাত।
শেফালী করবী আর, কনক-চম্পক সার,
কোকনদ সহস্রেক পাত।।
অতসী অপরাজিতা, যাতে দুর্গা হরষিতা,
চামেলী চম্পক নাগেশ্বর।
কাষ্ঠমল্লিকা দুপাটী, জাঁতি যূথী আর ঝাঁটি,
দ্রোণপুষ্প মাধবী টগর।।
তুলসী তিসি ধাতকী, ভুমি-চম্পক কেতকী,
পদ্মবক কৃষ্ণকেলি আর।
স্বর্ণযূথিকা বান্ধুলি, শীর্ণ শিউলি-আঁধুলি,
কুরুচি গোলাপ পুষ্পসার।।
কৃষ্ণচূড়া চমৎকার, পুষ্প রাখে ভারে ভার,
সচন্দন কদলীর দলে।
নৈবেদ্যের আয়োজন, করিল বানরগণ,
অপূর্ব্ব অপূর্ব্ব বনফলে।।