৭০তম অধ্যায়
ধৃতরাষ্ট্রের কৃষ্ণশরণাগতি
ধৃতরাষ্ট্র কহিলেন, “হে সঞ্জয়! যিনি বপুদ্ধারা দিগবিদিক প্রকাশিত করিয়া দীপ্তি পাইতেছেন, যাহারা সেই বাসুদেবকে সমীপে অবলোকন করিতেছেন, আমি সেই সফলনয়ন ভাগ্যবান মানবগণকে ধন্যবাদ প্ৰদান করি। যিনি ভারতগণের অর্চনীয়, সৃঞ্জয়গণের কল্যাণকর, সম্পত্তিলিঙ্গুদিগের গ্রহণীয়, মুমুর্ষগণের অগ্রাহ্য এবং সর্ব্বতোভাবে অনিন্দনীয় ভারতী [বাক্য] উচ্চারণ করেন, যিনি অদ্বিতীয় বীর, যাদবগণের নেতা, আরাতিকুলের নিহন্তা, ক্ষোভয়িতা এবং যশোনাশী, কৌরবগণ দেখিবেন, সেই বরণীয় মহাত্মা বৃষ্ণিশ্রেষ্ঠ আমার সৈন্যগণকে মোহিত করিয়া সদয়ভাবে কথা কহিতেছেন।
“আমি সেই সনাতন ঋষি, আত্মজ্ঞ, বাক্যের সমুদ্র যতিগণের সুলভ, অরিষ্টনেমি, গরুড়, সুপর্ণ প্ৰজাগণের সংহর্ত্তা, সহস্রশীর্ষ পুরাণপুরুষ, অনাদি, অমধ্য [মধ্যহীন-আদি, মধ্য, অন্তহীন], অনন্ত, অনন্তকীর্ত্তি, আদিবীজের বিধাতা, অজ, নিত্য, পরাৎপর, ত্ৰৈলোক্যের নির্ম্মাতা এবং দেব, অসুর, নাগ, রাক্ষস ও নরাধিপতিগণের জনয়িতা [জনক-পিতা], বিদ্বত্তম, ইন্দ্রানুজ কেশবের শরণাপন্ন হই।”
যানসন্ধিপর্ব্বাধ্যায় সমাপ্ত