হনুমান যোড় করে, পর্ব্বতেরে স্তব করে,
বলে শুন শুন গিরিবর।
পাব বলে মহৌধষি, লঙ্ঘিয়া পর্ব্বত নদী,
দুঃখ পেয়ে এসেছি বিস্তর।।
মেরুগণ যত আছে, তুল্য নহে তব কাছে,
তুমি মেরু সুমেরু সমান।
শ্রীরাম লক্ষ্মণ রণে, পড়েছেন দুই জনে,
অপাঙ্গে ঔষধ কর দান।।
সুগ্রীব অঙ্গদ নল, আর যত মহাবল,
পড়ে আছে মৃতদেহ প্রায়।
তুমি হয়ে দয়াবান, মহৌষধি কর দান,
বাঁচে সবে তোমার কৃপায়।।
শুন হিত উপদেশ, রজনী হইল শেষ,
যেতে হবে সাগরের পার।
শুন মেরু গুণনিধি, দেখাইয়া মহৌষধি,
করহ রামের উপকার।।
এরূপ অঞ্জনাসুত, স্তব করে শত শত,
পর্ব্বত না করে উপরোধ।
রামপদ-অভিলাষে, বিরচিল কৃত্তিবাসে,
হনুমানে উপজিল ক্রোধ।।