শমন-দমন রাবণরাজ রাবণ-দমন রাম।
শমন-ভবন না হয় গমন যে হয় রামের নাম।।
সুকৃত জনন, দৃষ্কৃত দমন,
শ্রুতিসুখ রামায়ণ।
শ্রবণ মনন, করে যেই জন,
তারে তুষ্ট নারায়ণ।।
রাম নাম জপ ভাই অন্য কর্ম্ম পিছে।
সর্ব্ব ধর্ম্ম কর্ম্ম রামনাম বিনা মিছে।।
মৃত্যুকালে যদি নর রাম বলি ডাকে।
বিমানে চড়িয়া যায় সেই দেবলোকে।।
শ্রীরামের মহিমার কি দিব তুলনা।
তাহার প্রমাণ দেখ গৌতম-ললনা।।
পাপীজন হয় মুক্ত বাল্মীকির গুণে।
অশ্বমেধ-ফল পায় রামায়ণ শুনে।।
রাম নাম লইতে না কর ভাই হেলা।
ভবসিন্ধু তরিবারে রামনাম ভেলা।।
অনাথের নাম রাম প্রকাশিতে লীলা।
বনের বানর বান্ধি, জলে ভাসে শিলা।।
রামজন্ম-পূর্ব্বে ষষ্ঠী সহস্র বৎসর।
অনাগত পুরাণ রচিল মুনিবর।।
রামনাম স্মরণে যমের দায়ে তরি।
ভবসিন্ধু তরিবারে রাম-পদ-তরী।।
বাল্মীকি বন্দিয়া কৃত্তিবাস বিচক্ষণ।
শুভক্ষণে বিরচিল ভাষা রামায়ণ।।