হেঁটে যেতে যেতে

বাঁকাচোরা পথে হেঁটে যেতে যেতে মনে হলো যেন
আকস্মাৎ আকাশ চৌচির
হয়ে গেলে নক্ষত্রেরা মাটিতে লুটোয়,-
সেগুলো কুড়িয়ে নিতে শিশু,
বুড়ো, যুবা যুবতী সবারই
বড় সাধ হয়। এমনকি

ভিখিরীরা নিজ নিজ কোচর ভরার
প্রতিযোগিতায় খুব দড় হয়ে ওঠে-
এই চিত্র ভাসমান দৃষ্টিতে আমার। পথ যেন
হঠাৎ সরিয়ে নিলো কেউ।
সেই দৃশ্য মুছে গেলে বাড়ির দিকেই যেতে চাই
এদিক সেদিক ঘুরে ফিরে ক্লান্ত হই;
বাড়ির পথ কি তবে স্মরণের আলো থেকে দূরে,
বহুদূরে অজানায় নিশ্চিহ্ন এখন?
তাহলে কী হবে এই বড় ছন্নছাড়া,
বিপন্ন আমার? পথ, করুণায় প্রস্ফুটিত হও।

ক্রমাগত হেঁটে চলি, খুঁজে ফিরি নিজের অভীষ্ট
নিকেতন, ব্যর্থতা ভীষণ পীড়া দেয়। পথে পাই
কেবল বধির, মূক পথচারী। তারা
নয় কোনও সহায় আমার। হাঁটি, হাটি,
শুধু হাঁটি, ক্লান্তির কুয়াশা গিলে খায়, চক্ষুদ্বয়
বন্ধ হয়ে আসে, তবু ঝুঁকে, কেঁপে কেঁপে পথ চলি।
১৮-৪-২০০৩