যখন হঠাৎ কোনোদিন তোমার স্বাক্ষরময়
কবিতার বই হাতে নিই, মন কেমন যে করে,
কী ক’রে জানাই? মেঘাচ্ছন্ন আকাশের বিদ্যুল্লতা
খেলে যায় আজ এই বয়সের ধূসর প্রান্তরে।
মনে পড়ে যৌবনের জয়োল্লাস, পলাশের দিন-
মিটিং মিছিল, জনসভা, মধুদা’র ক্যান্টিনের
যুক্তি, তর্ক, গপ্পো, সবচেয়ে বেশি কবিতার রাত
মনে পড়ে। মাথা তোলে ভার্সিটির স্নিগ্ধ আমতলা।
আজ তুমি জনপথে নেই, মিছিলেও কোনোদিন
তোমার শ্যামল মুখ ঝলসে ওঠে না, তুমি আর
লেখার টেবিলে ঝুঁকে বসবে না, সন্তানের প্রতি
তাকাবে না মমতায়। তোমার নিবাস থেকে সাড়া
না পেয়ে পদ্যের পঙ্গক্তিমালা চলে যাবে বহুদূরে;
বন্ধু, তবু তুমি তরঙ্গিত আমাদের চেতনায়।
২৯/৩/৯৫