সমুদ্র ছিনিয়ে নেয় আনন্দের ঘর লহমায়,
রাখে না কিছুই চরে, দ্বীপ ভাঙে ক্রূর দস্যুতায়
দশদিকে; মৃত্যুগন্ধী বাতাসে মিলায় হাহাকার,
আকাশের চোখ ফেটে পড়ে জল অবিরল আর
ক্ষণে ক্ষণে ফেলে দীর্ঘশ্বাস মাটিলগ্ন বুনো ঘাস।
সমুদ্র উগরে দেয় পুনরায় লাশ, শুধু লাশ,-
আমরা প্রহর যাপি কেমন দুঃস্বপ্ন-জাগানিয়া;
সারা বাংলাদেশ আজ যেন এক বিধূর মর্সিয়া।