এক খণ্ড বেলে মাটি,
মাঝেমাঝে ঢেউ ছোঁয়।
দু’টি পাখি এসে বসে,
ঝাঁঝালো শব্দের ঝাঁপ,
ভেজা মাটি রক্তময়,
একজন পাখি মেঘে,
মেঘখণ্ড কান্নাময়।
৪ ১ ২০০১
এক খণ্ড বেলে মাটি,
মাঝেমাঝে ঢেউ ছোঁয়।
দু’টি পাখি এসে বসে,
ঝাঁঝালো শব্দের ঝাঁপ,
ভেজা মাটি রক্তময়,
একজন পাখি মেঘে,
মেঘখণ্ড কান্নাময়।
৪ ১ ২০০১