মৃতেরা কি করবে ক্ষমা

ক্রোধান্ধ দৈত্যের মতো গর্জে-ওঠা বঙ্গোপসাগর
ভয়ঙ্কর মধ্যরাতে লক্ষ লক্ষ দীন সংসারের
পায়ের তলার মাটি টেনে নেয়; হাহাকার ডোবে
তমসায়, জীবন ও ধর্মাধর্ম সমুদ্রে উধাও।
বুভুক্ষা-বিদীর্ণ নিঃস্ব মানুষেরা কাদায়, বালিতে
কিসের সন্ধানে ঘোরে? স্বজনের? কৃপণ খাদ্যের?
উদ্ভান্ত হৃদয়ে জ্বলে দাউ দাউ কান্নার আগুন
দিনরাত; গির্জের মোমের আলো বয়সিনী চোখে
নিয়ে ছুটে এসেছেন মাদার টেরেসা ছেঁড়া খোঁড়া
বাংলাদেশে। তিনি কি অপার করুণায় কোলে তুলে
কিংবা বুকে পারবেন জড়িয়ে নিতে লাশময় এই
দীর্ঘ উপকূলটিকে তাঁর নিবেদিত শুশ্রুষার হাতে?
চৌদিকে ‘কবর দাও’ আর্তনাদ, সৎকারবিহীন
মৃতেরা কি করবে ক্ষমা আমাদের মাদার টেরেসা?
৭।৫।৯১