বুখারি হাদিস ৪৮৩

হাদিস ৪৮৩
মুহাম্মদ ইবনে আবূ বকর মুকাদ্দামী বসরী (র)…… ইবনে উমর (রা) থেকে বর্ণিত, নবী (সা) তাঁর উটনীকে সামনে রেখে সালাত আদায় করতেন। (রাবী রাফি (র) বলেন:)আমি (আবদুল্লাহ ইবনে উমর (রা) কে) জিজ্ঞাসা করলাম: যখন সওয়ারী নড়াচড়া করতো তখন (তিনি কি করতেন)? তিনি বলেন: তিনি তখন হাওদা নিয়ে সোজা করে নিজের সামনে রাখতেন, আর তার শেষাংশের দিকে সালাত আদায় করতেন। (নাফি (র) বলেন:) ইবনে উমর (রা)-ও এরূপ করতেন।