বুখারি হাদিস ৪৫৯

হাদিস ৪৫৯
আবূ নু’মান (র)…… ইবনে উমর (রা) থেকে বর্ণিত, এক সাহাবী নবী (সা) এর কাছে এমন সময় আসলেন যখন তিনি খুতবা দিচ্ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন: রাতের সালাত কিভাবে আদায় করতে হয়? নবী (সা) বললেন: দু’রাকা’আত দু’রাকা’আত করে আদায় করবে। আর যখন ভোর হওয়ার আশংকা করবে, তখন আরো এক রাকা’আত আদায় করে নিবে। সে সালাত তোমার আগের সালাতকে বিতর করে দিবে। ওয়ালীদ ইবনে কাসীর (র) বলেন: উবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ (র) আমার কাছে বলেছেন যে, ইবনে উমর (রা) তাঁদের বলেছেন: এক সাহাবী নবী (সা) কে সম্বোধন করে বললেন, তখন তিনি মসজিদে ছিলেন।