বুখারি হাদিস ৪৪৯

হাদিস ৪৪৯
যাকারিয়্যা ইবনে ইয়াহইয়া (র)…… আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: খন্দকের যুদ্ধে সা’দ (রা) এর হাতের শিরা যখম হয়েছিল। নবী (সা) মসজিদে (তাঁর জন্য) একটা তাঁবু স্থাপন করলেন। যাতে কাছে থেকে তাঁর দেখাশুনা করতে পারেন। মসজিদে বানূ গিফারেরও একটা তাঁবু ছিল। সা’দ (রা) এর প্রচুর রক্ত তাদের দিকে প্রবাহিত হওয়ায় তারা ভীত-সন্ত্রস্ত হয়ে জিজ্ঞাসা করলেন: হে তাঁবুর লোকেরা! তোমাদের তাঁবু থেকে আমাদের দিকে কি প্রবাহিত হচ্ছে? তখন দেখা গেল যে, সা’দের যখম থেকে প্রচুর রক্ত প্রবাহিত হচ্ছে। অবশেষে এতেই তিনি ইনতিকাল করলেন।