বুখারি হাদিস ৪৪৭

হাদিস ৪৪৭
ইসহাক ইবনে ইবরাহীম (র)…… আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, নবী (সা) বলেছেন; গত রাতে একটা অবাধ্য জিন হঠাৎ করে আমার সামনে প্রকাশ পেল। রাবী বলেন, অথবা তিনি অনুরূপ কোন কথা বলেছেন, যেন সে আমার সালাতে বাধা সৃষ্টি করতে করে। কিন্তু আল্লাহ আমাকে তার উপর ক্ষমতা দিলেন। আমি ইচ্ছা করে করেছিলাম যে, তাকে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখি, যাতে ভোরবেলা তোমরা সবাই তাকে দেখতে পাও। কিন্তু তখন আমার ভাই সুলায়মান (আঃ) এর উক্তি আমার স্মরণ হলো, “হে রব! আমাকে দান কর এমন রাজত্ব যার অধিকারী আমার পরে কেউ না হয়।”(৩৮:৩৫) (বর্ণনাকারী) রাওহ (র) বলেন; নবী (সা) সেই শয়তানটিকে অপমানিত অবস্থায় তাড়িয়ে দিলেন।