বুখারি হাদিস ৪৪৩

হাদিস ৪৪৩
আবদুল্লাহ ইবনে মুহাম্মদ (র) ……কা’ব (রা) থেকে বর্ণিত, তিনি মসজিদের ভিতরে ইবনে আবূ হাদারাদ (রা) এর কাছে তাঁর পাওনা ঋণের তাগাতা করলেন। দু’জনের মধ্যে এ নিয়ে বেশ উচ্চৈঃস্বরে কথাবার্তা হলো। এমনকি রাসূলুল্লাহ (সা) তাঁর ঘর থেকেই তাদের কথার আওয়াজ শুনলেন এবং তিন পর্দা সরিয়ে তাদের কাছে বেরিয়ে গেলেন। আর ডাক দিয়ে বললেন: হে কা’ব! কা’ব (রা) উত্তর দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ! রাসূলুল্লাহ (সা) বললেন: তোমর পাওনা ঋণ থেকে এতটুকু ছেড়ে দাও। আর হাতে ইশারা করে বোঝালেন, অর্থাৎ অর্ধেক পরিমাণ। তখন কা’ব (রা) বললেন: আমি তাই করলাম ইয়া রাসূলুল্লাহ! তখন তিনি ইবনে আবূ হাদরাদকে বললেন: উঠ আর বাকীটা দিয়ে দাও।