বুখারি হাদিস ৪৪২

হাদিস ৪৪২
আলী ইবনে (রা) আবদুল্লাহ (র) …..আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, বারীরা (রা) তাঁর কাছে এসে কিতাবের দেনা শোদের জন্য সাহায্য চাইলেন। তখন তিনি বললেন: তুমি চাইলে আমি (তোমার মূল্য) তোমার মালিককে দিয়ে দিব এ শর্তে যে, উত্তরাধিকার-স্বত্ব থাকবে আমার। তাঁর মালিক আয়িশা (রা) কে বললোঃ আপনি চাইলে বাকী মূল্য বারীরাকে দিতে পারেন। রাবী সুফিয়ান (র) আর একবার বলেছেন: আপনি চাইলে তাকে আযাদ করতে পারেন, তবে উত্তরাধিকার-স্বত্ব থাকবে আমাদের। যখন রাসূলুল্লাহ (সা) আসলেন তখন আমি তাঁর কাছে ব্যাপারটি বললাম। তিনি বললেন: তুমি তাকে ক্রয় করে আযাদ করে দাও। কারণ উত্তরাধিকার-স্বত্ব থাকেই তারই, যে আযাদ করে। তারপর রাসূলুল্লাহ (সা) মিম্বরের উপর দাঁড়ালেন। সুফিয়ান (র) আর একবার বলেন: এরপর রাসূলুল্লাহ (সা) মিম্বরে আরোহণ করে বললেন: লোকদের কি হলো? তারা এমন সব শর্ত করে যা আল্লাহর কিতাবে নেই। কেউ যদি এমন শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই, তাঁর সে শর্তের কোন মূল্য নেই। এমনকি এরূপ শর্ত একশবার আরোপ করলেও। মালিক (র) ……আমরা (র) থেকে রাবী’য়া (রা) এর ঘটনা বর্ণনা করেছেন।, তবে মিম্বরে আরোহণের কথা উল্লেখ করেন নি। আলী (রা) ……আমরা (র) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। জাফর ইবনে আওন (র) ইয়াহইয়া (র) এর মাধ্যমে আমরা (র) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমি আয়িশা (রা) থেকে শুনেছি।