বুখারি হাদিস ৪১২

হাদিস ৪১২
আব্দুল্লাহ ইবনে মাসলামা (র)……ইতবান ইবনে মালিক (রা) থেকে বর্ণিত যে, নবী (সা) তার ঘরে এলেন এবং বললেন: তোমার ঘরের কোন স্থানে সালাত আদায় করা পছন্দ কর? তিনি বলেন: তখন আমি তাঁকে একটি স্থানের দিকে ইশারা করলাম। নবী (সা) তাকবীর বললেন। আমরা তাঁর পেছনে কাতার করে দাঁড়ালাম তিনি দু’রাকাত সালাত আদায় করলেন।