বুখারি হাদিস ৪১০

হাদিস ৪১০
ইব্রাহীম (র)……আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সা) এর কাছে বাহরাইন থেকে কিছু মাল এলো। তিনি বললেন: এগুলো মসজিদে রেখে দাও। রাসূলুল্লাহ (সা) এর কাছে এ যাবত যত মাল আনা হয়েছে তার মধ্যে এ মালই ছিল পরিমাণে সবচে বেশী। তারপর রাসূলুল্লাহ (সা) সালাতে চলে গেলেন এবং এর দিকে ভ্রুক্ষেপও করলেন না। সালাত শেষ করে তিনি এসে মালের কাছে গিয়ে বসলেন। তিনি যাকেই দেখলেন, কিছু মাল তাকে দিয়ে দিলেন। ইতিমধ্যে আব্বাস (রা) এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ! আমাকেও কিছু দিন। কারণ আমি নিজে ও আকিলের (এ দু’জন বদরের যুদ্ধে মুসলমানদের কয়েদি ছিলেন) পক্ষ থেকে মুক্তিপণ দিয়েছি। রাসূল (সা) তাকে বললেন: নিয়ে যান তিনি তা কাপড়ে ভর নিলেন। তারপর তা উঠাতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ! কাউকে বলুন, যেন আমাকে এটি উঠিয়ে দেয়। তিনি বললেন: না। আব্বাস (রা) বললেন: তাহলে আপনি নিজেই তুলে দিন তিনি বললেন: না। তারপর আব্বাস (রা) তা থেকে কিছু মাল রেখে দিলেন। তারপর আবার তা তুলতে চেষ্টা করলেন। (এবারও তুলতে না পেরে) তিনি বললেন: ইয়া রাসূলুল্লাহ! কাউকে আদেশ করুন যেন আমাকে তুলে দেয়। তিনি বললেন: না। তাহলে আপনিই আমাকে তুলে দিন। তিনি বললেন: না। তারপর আব্বাস (রা) আরো কিছু মাল নামিয়ে রাখলেন। এবার তিনি উঠাতে পারলেন এবং তা নিজের কাঁদে তুলে নিয়ে বেরিয়ে গেলেন। রাসূলুল্লাহ (সা) তার লোভ দেখে এতই অবাক হয়েছিলেন যে, তিনি চোখের আড়াল না হওয়া পর্যন্ত আব্বাসের দিকে তাকিয়ে থাকলেন।রাসূলুল্লাহ (সা) একটি দিরহাম বাকী থাকা পর্যন্ত উঠলেন না।

আব্দুল্লাহ ইবনে ইউসুফ (র)……আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি নবী (সা) কে মসজিদে পেলাম আর তার সঙ্গে ছিলেন কয়েকজন সাহাবী। আমি দাঁড়িয়ে গেলাম। তিনি আমাকে বললেন: তোমাকে কি আবূ তালহা পাঠিয়েছেন? আমি বললাম জী হাঁ। তিনি বললেন: খাবারের জন্য? আমি বললাম: জী হাঁ তখন তার আশেপাশে যারা ছিলেন, তাঁদেরকে বললেন: উঠ। তারপর তিনি চলতে শুরু করলেন।(রাবী বলেন) আমি তাঁদের সামনে সামনে চললাম।