বুখারি হাদিস ৩৯৯

হাদিস ৩৯৯
মূসা ইবন ইস্মা’ঈল (র)……আবূ হুরায়রা ও আবূ সা’ইদ (খুদরী)(রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সঃ) মসজিদের দেওয়ালে কফ দেখে কাঁকর দিয়ে তা মুছে ফেললেন। তারপর তিনি বললেনঃ তোমাদের কেউ যেন সামনের দিকে অথবা ডান দিকে কফ না ফেলে, বরং সে যেন তাঁর বাম দিকে অথবা তাঁর পায়ের নীচে ফেলে।