বুখারি হাদিস নং ৩৭৭৮ – যারা আল্লাহ ও তাঁর রাসূলের ডাকে সাড়া দিয়েছেন।

হাদীস নং ৩৭৭৮

মুহাম্মদ রহ…………আয়েশা রা. থেকে বর্ণিত যে, তিনি উরওয়া রা.-কে সম্বোধন করে বললেন, হে ভাগ্নে জান? যখম হওয়ার পর যারা আল্লাহ ও তাঁর রাসূলের ডাকে সাড়া দিয়েছেন, তাদের মধ্যে যারা সৎকর্ম করে এবং তাকওয়া অবলম্বন করে চলে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। উক্ত আয়াতটিতে যাদের কথা বলা হয়েছে তাদের মধ্যে তোমার পিতা যুবাইর রা. এবং (তোমার নানা) আবু বকর রা.-ও শামিল আছেন। উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু ক্ষয়ক্ষতি এবং দুঃখ-যাতনার সম্মুখীন হয়েছিলেন। এ অবস্থায় (শত্রুসেনা) মুশরিকগণ চলে গেলে তিনি আশংকা করলেন যে, তারা আবারও ফিরে আসতে পারে। তিনি বললেন, কে আছ যে, তাদের পেছনে ধাওয়া করার জন্য যাবে। এ আহবানে সত্তরজন সাহাবী সাড়া দিয়ে প্রস্তুত হলেন। উরওয়া রা. বলেন, তাদের মধ্যে আবু বকর ও যুবাইর রা.-ও ছিলেন।