হাদীস নং ৩৭০৪
ইসহাক ইবনে মানসুর রহ……….মুআয ইবনে রিফাআ রহ. থেকে বর্ণিত যে, একজন ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করেছিলেন। (অন্য সনদে) ইয়াহইয়া থেকে বর্ণিত যে, ইয়াযীদ ইবনুল হাদ রহ. তাকে জানিয়েছেন যে, যেদিন মুআয রা. এ হাদীসটি বর্ণনা করেছিলেন সেদিন আমি তার কাছেই ছিলাম। ইয়াযীদ বলেছেন, মুআয রা. বর্ণনা করেছেন যে, প্রশ্নকারী ফেরেশতা হলেন জিবরাঈল আ.।