হাদীস নং ৩৭০৩
সুলাইমান ইবনে হারব রহ……….মুআয ইবনে রিফাআ ইবনে রাফি রহ. থেকে বর্ণিত যে, রিফাআ রা. ছিলেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবী আর রাফি রা. ছিলেন বায়আতে আকাবায় অংশগ্রহণকারী একজন সাহাবী। রাফি রা. তার পুত্র (রিফাআ.) কে বলতেন, বায়আতে আকাবায় শরীক থাকার চেয়ে বদর যুদ্ধে শরীক থাকা আমার কাছে বেশী আনন্দের বিষয় বলে মনে হয় না। কেননা জিবরাঈল আ. এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করেছিলেন।