হাদীস নং ৩৭০২
ইসহাক ইবনে ইবরাহীম রহ……….মুআয ইবনে রিফাআ ইবনে রাফি যুরাকী রহ. তার পিতা থেকে বর্ণনা করেন যে, তার পিতা বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের একজন। তিনি বলেন, একদা জিবরাঈল আ. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললেন, আপনারা বদর যুদ্ধে অংশগ্রহণকারী মুসলমানদেরকে কিরূপ গণ্য করেন? তিনি বললেন, তারা সর্বোত্তম মুসলমান অথবা (রাবীর সন্দেহ) এরূপ বাক্য তিনি বলেছিলেন। জিবরাঈল আ. বললেন, ফেরেশতাগণের মধ্যে বদর যুদ্ধে অংশগ্রহণকারীগণও তদ্রূপ মর্যাদার অধিকারী।