হাদীস নং ৩৬৮৭
ফারওয়া রহ…………হিশামের পিতা (উরওয়া) রা. থেকে বর্ণিত যে, যুবাইর রা.-এর তরবারী রূপার কারুকার্য খচিত ছিল। হিশাম রহ. বলেন, উরওয়া রহ-এর তরবারীটিও রূপার কারুকার্য খচিত ছিল।
হাদীস নং ৩৬৮৭
ফারওয়া রহ…………হিশামের পিতা (উরওয়া) রা. থেকে বর্ণিত যে, যুবাইর রা.-এর তরবারী রূপার কারুকার্য খচিত ছিল। হিশাম রহ. বলেন, উরওয়া রহ-এর তরবারীটিও রূপার কারুকার্য খচিত ছিল।