হাদীস নং ৩৬৮৪
আহমদ ইবনে সাঈদ আবু আবদুল্লাহ রহ………..আবু ইসহাক রহ. থেকে বর্ণিত যে, আমি শুনলাম, এক ব্যক্তি বারা রা.-কে জিজ্ঞাসা করল, আলী রা. কি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? তিনি বললেন, আলী তো নিঃসন্দেহে মুকাবিলায় অংশগ্রহণ করেছিলেন এবং দুইটি লৌহ পোশাক পরিধান করেছিলেন।