হাদীস নং ৩৬৮০
কাবীসা রহ……….আবু যার রা. থেকে বর্ণিত, তিনি বলেছেন, خصمان اختصموا في ربهم ‘এর দুটি বিবাদমান পক্ষ তাঁরা তাদের প্রতিপালক সম্বন্ধে বিতর্ক করে’। আয়াতটি কুরাইশ গোত্রীয় ছয়জন লোক (এদের তিনজন মুসলিম এবং তিনজন মুশরিক) সম্বন্ধে নাযিল হয়েছে। তারা হলেন (মুসলিম পক্ষে) আলী, হামযা, উবায়দা ইবনুল হারিস রা. ও (কাফের পক্ষে) শায়বা ইবনে রাবীআ, উতবা ইবনে রাবীআ এবং ওয়ালীদ ইবনে উতবা।