বুখারি হাদিস নং ৩৬৫৮

হাদীস নং ৩৬৫৮

যিয়াদ ইবনে আইয়্যূব রহ………..ইবনে আব্বাস রা. বর্ণনা করেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় আগমন করেন, তখন দেখতে পেলেন ইয়াহূদীগণ আশুরা দিবসে সাওম দিবসে সাওম পালন করে। তাদেরকে সাওম পালনের কারণ জিজ্ঞাসা করা হলে তারা বলল, এদিনই আল্লাহ তায়ালা মূসা আ. ও বনী ইসরাঈলকে ফিরাউনের উপর বিজয় দান করেছিলেন। তাই আমরা ঐ দিনের সম্মানার্থে সাওম পালন করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চাইতে আমরা মূসা আ.-এর অধিক নিকটবর্তী। এরপর তিনি সাওম পালনের আদেশ দেন।